মেঘনায় ধরা পড়লো ‘মৌসুমের সবচেয়ে বড় ইলিশ’
মেঘনায় জেলেদের জালে ধরা পড়লো দুইটি রাজা ইলিশ। বুধবার (৪ মে) বিকালে ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তির খাল মৎস্য ঘাটে ইলিশ দুটি জালে ওঠেছে। মাছ দুটি আড়াই করে ওজনে ৫ কেজি হবে। এটি এ মৌসুমের সবচেয়ে বড় ইলিশ বলে জেলেরা জানান।
১০:২০ পিএম, ৪ মে ২০২২ বুধবার