‘ফাটাফাটি প্রেমে’ শখ
গত বছর বিয়ের পর আনিকা কবির শখের সংসারি হওয়ার খবর চাউর হয় মিডিয়ায়। এরপর থেকেই পর্দায় সেভাবে দেখাও যায়নি। দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন শখ। জানা গেছে, ‘ফাটাফাটি প্রেম’ নামে একটি নাটকের শুটিং শেষ করেছেন শখ। নাটকটি ঈদে প্রচারের কথা রয়েছে।
০৯:০৯ পিএম, ১৮ মার্চ ২০২২ শুক্রবার