চার্জারের দরকার নেই! স্মার্টফোন, ইয়ারবাড, স্মার্টওয়াচ চার্জ হবে পরিধানের কাপড়ের মাধ্যমে
প্রযুক্তি এখন এতটাই উন্নত হয়ে গিয়েছে যে, কিছু সময় তার কারিকুরি অবিশ্বাসযোগ্য হয়ে যায়। ইদানিং আমরা প্রযুক্তির উপরে এতটাই নির্ভরশীল হয়ে গিয়েছি যে, তাকে ছাড়া দু’দণ্ড ভাবতে পারি না। তার থেকেও বড় কথা হল সময় থেকে সময়ান্তরে তার রূপও বদলাচ্ছে, বদলাচ্ছে তার ধরনও।
১০:১০ পিএম, ২৬ অক্টোবর ২০২২ বুধবার