পাম তেল নিয়ে বিশ্বকে সুখবর দিলো ইন্দোনেশিয়া
গত মাসেই পামতেল রপ্তানিতে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছিলো ইন্দোনেশিয়া। এর ফলে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে ভোজ্যতেল নিয়ে সঙ্কট ও মূল্যবৃদ্ধির পরিস্থিতি তৈরি হয়। তবে নিষেধাজ্ঞার ঠিক তিন সপ্তাহ পরই আবার সুখবর দিয়েছে দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, কয়েক সপ্তাহের ব্যবধানে পাম তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইন্দোনেশিয়া। বিশ্বের সবচেয়ে বেশি পাম তেল রপ্তানিকারক দেশ ইন্দোনেশিয়া গত ২৮ এপ্রিল পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল।
০৫:৫৮ পিএম, ১৯ মে ২০২২ বৃহস্পতিবার