• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

ইরেজারের বিষাক্ত রাসায়নিক শিশুকাল থেকেই কমিয়ে দিচ্ছে প্রজনন ক্ষমতা

ইরেজারের বিষাক্ত রাসায়নিক শিশুকাল থেকেই কমিয়ে দিচ্ছে প্রজনন ক্ষমতা

বাংলাদেশের স্থানীয় দোকান থেকে নেওয়া বিভিন্ন ব্র্যাণ্ড ও রঙের ৪৭টি ইরেজার পরীক্ষা করে ৩০টি নমুনাতেই থ্যালেটস এর উপস্থিতি পেয়েছেন তারা। সেই ৩০টির মধ্যে ২১টি নমুনাই থ্যালেটস নিরাপত্তা সীমাও অনেক বেশি ছিল। ৭টি প্রধান থ্যালেটসের উপস্থিতি পরীক্ষার জন্য সবগুলো নমুনায় পিভিসি স্ক্রিনিং এবং থ্যালেটস টেস্টিং করেছিলেন তাঁরা। ৩০টি নমুনায় ৭টির মধ্যে প্রধান ৪টি থ্যালেটসই পাওয়া গেছে। সেগুলো হলো- ডিআইবিপি , ডিবিপি, ডিইএইচপি, ডিইএইচপি এবং ডিআইএনপি। যা লিভারের মারাত্বক ক্ষতির পাশাপাশি প্রজনন ক্ষমতার উপর প্রভাব ফেলে এবং অ্যালার্জি ও হাঁপানি রোগের সৃষ্টি করে।

০৫:০১ পিএম, ১৪ মার্চ ২০২২ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement