বিকিনি পড়ায় নিষিদ্ধ গিটারিস্ট নিশাত আনজুম
বাংলাদেশের প্রথম নারী হেভি মেটাল গিটারিস্ট নিশাত আনজুমের জীবন সঙ্গীতের তালে নাচতে নাচতে হঠাৎ করেই বাস্তবতার জটিলতার মধ্যে আটকে পড়েছে। তার সদ্য মুক্তিপ্রাপ্ত অ্যালবাম "বয়কট" মুক্তির আনন্দ এখন আর তার কাছে নেই। কারণ, নিজের পরিবারের কাছ থেকেই তাকে বয়কটের মুখোমুখি হতে হচ্ছে।
০৮:৪৫ পিএম, ১১ জানুয়ারি ২০২৫ শনিবার