গ্রামীনফোনে সাময়িক নেটওয়ার্ক বিভ্রাট
বিকালে নেটওয়ার্ক বিভ্রাট পোহাতে হয়েছে গ্রামীণফোনের কিছু গ্রাহককে। অনেকেই কল করতে পারেনি, কেউ কেউ ইন্টারনেট ব্যবহার করতে পারেনি। সুজন মাহমুদ নামের একজন গণমাধ্যম কর্মী বাংলাভিশনেকে জানান, তার মোবাইল সিম হঠাই “নট রেজিস্টারর্ড ইন নেটওয়ার্ক” দেখায়। তখন তিনি কল করতে পারছিলেন না।
০৭:২০ পিএম, ৮ জুলাই ২০২৪ সোমবার