এআই রোবট ‘প্রহরী’তে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশি নারীদের স্বর্ণপদক জয়
ওয়ার্ল্ড সায়েন্স, এনভারনমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং প্রতিযোগিতায় (ডব্লিউএসইইসি) বাংলাদেশের নারীরা স্বর্ণপদক জিতেছেন। ইন্দোনেশিয়ার জাকার্তায় আয়োজিত রোববার (১৯ মে) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে একদল নারী প্রতিযোগী অংশ নেন। এ নারী দলটির সাংকেতিক নাম ‘ব্ল্যাক’। এর সদস্যরা হলেন, জান্নাতুল ফেরদৌস ফ্যাবিন, নুসরাত জাহান সিনহা, নুসরাত জাহান নওরিন, সানিয়া ইসলাম সারা ও তাহিয়া রহমান।
০৪:১৮ পিএম, ২১ মে ২০২৪ মঙ্গলবার