বিয়েতে ডিজে গান বাজানোয় চমকে দেওয়া কাণ্ড কাজী’র
কথায় আছে ‘মিঞা বিবি রাজি, তো ক্যয়া করেগা কাজি!’ কিন্তু, এই কাজিই বিয়ের পথে বাধা হয়ে দাঁড়ালেন। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের ছতরপুর জেলায়। বিয়ের সময় ডিজে গান বাজানোয় বিয়ে পড়ানো বন্ধ করে দেন কাজী। পরে কনের পরিবারের সদস্যরা এ জন্য কাজীর কাছে ক্ষমা চান। তার পরই বিয়ে দিতে রাজি হন কাজি।
০৩:৩৬ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার