নিজের ক্লোন বানিয়ে একই সময়ে বিভিন্ন জনের সাথে ডেটিং-এ তরুণী, আয় লাখ লাখ টাকা
প্রযুক্তির বদৌলতে বদলেছে অনেক কিছুই। সরাসরি আড্ডা থেকে জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন ডেটিং। নিজেকে আড়াল রেখে গোপনীয় অনেক কিছু করতেই এই পথ বেছে নিচ্ছেন অনেকেই। অনলাইন ডেটিং এ অন্যরকম এক ইতিহাস তৈরি করেছে ক্যারিন মার্জোরি নামের এক মার্কিন তরুনী। তিনি নিজের এমন একটি এআই ক্লোন তৈরি করেছেন, যার সাহায্যে তিনি একই সময়ে একাধিক প্রেমিকের সাথে ডেটিং করছেন।
১০:৫৪ পিএম, ১৯ মে ২০২৩ শুক্রবার