ক্ষেপে গেলেন তামিম
জয়সুরিয়া, শচীন টেন্ডুলকার, বিরেন্দ্র শেবাগের মত কিংবদন্তি ব্যাটিং লিজেন্ডরা সাদা বলে ওপেনিংয়ের পরিবর্তে টেস্টে মিডল অর্ডারে ব্যাট করেছেন। দু’জন সফল মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলিও সাদা বলে মিডল অর্ডারে ব্যাট করেন। সদ্য অধিনায়কত্ব হারানো মমিনুল হকের পরিবর্তনে সেখানে তামিম ইকবালকে খেলানো যায় কিনা জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সের কাছে জানতে চেয়েছিলো সাংবাদিকরা। বিষয়টিকে কোচ ইতিবাচকভাবে নিলেও তামিম ইকবাল ক্ষেপে গিয়ে বললেন `স্টুপিড` প্রশ্ন।
০৪:৫৮ পিএম, ৫ জুন ২০২২ রবিবার