ঝগড়া নয়, এই মেলায় হয় বউ-শাশুড়িদের মধুর মিলন
আমাদের সমাজে বউ-শাশুড়ির দ্বন্দ্ব অনেক পুরোনো ঘটনা। এটা নিয়ে রসিয়ে রসিয়ে গল্প করার লোকও নেহাত কম নেই। তবে এর উল্টো চিত্রও সমাজে পাওয়া যায়। বউ-শাশুড়ির মধ্যেকার অনেক ভালোবাসার খবরও পাওয়া যায়। তবে সিরাগঞ্জের এই বউমেলা একেবারেই ভিন্ন রকম।
০৯:৫১ পিএম, ১৯ মার্চ ২০২২ শনিবার