যুক্তরাজ্যে প্রতিযোগীতায় বাংলাদেশী পাঁচ শিক্ষার্থীর সাফল্য
বাংলাদেশের কলেজ পড়ুয়া ৫ শিক্ষার্থী অর্জন করেছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিযোগিতা BIEA 2023 Youth STEM Competition এর Outstanding Achievement Award. এ বছরের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে একমাত্র পুরষ্কার প্রাপ্ত দল- টিম ভিরিডিয়ান। এ অর্জন হিসেবে তারা আমন্ত্রিত হয়েছে বিট্রিশ পার্লামেন্ট হাউসে এ বছরের প্রতিযোগিতার আন্তর্জাতিক প্রদর্শনের অংশ হিসেবে।
১১:১৪ এএম, ৫ আগস্ট ২০২৩ শনিবার