খুব শিগগিরই আত্মসমর্পণ করছে ইউক্রেনঃ বুলগেরিয়ান জেনারেল
খুব দ্রুতই আত্মসমর্পণ করতে যাচ্ছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি শিগগিরই আত্মসমর্পণের ঘোষণা দেবেন। এমন দাবি করেছেন বুলগেরিয়ার সাবেক কমান্ডার জেনারেল দিমিতার শিভিকভ। বুলগেরিয়ান ন্যাশনাল রেডিওর একটি অনুষ্ঠানে তিনি এই দাবি করেন।
০৪:৫৫ পিএম, ২৭ মার্চ ২০২২ রবিবার