সংসারের হাল ধরা হলো না প্রীতির
শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত হয় বদরুন্নেসা কলেজের দ্বাদশ শ্রেণী শিক্ষার্থী সামিয়া আফরান প্রীতি (১৯)। সংসার চালাতে মিরপুর-২ এ একটি কোম্পানির ফ্যাক্টরিতে প্রডাকশনে চাকরি করছিলেন তার বাবা মো. জামাল উদ্দিন। দুই ভাই বোনের মধ্যে প্রীতিই বড়। পরিবারের অবস্থা বিবেচনা করে বাবার সহযোগিতার জন্য প্রীতি চাকরির চেষ্টা করছিলেন। ১৫ হাজার টাকা বেতনে একটি অফিসের চাকরি পেয়েও গিয়ে ছিলেন। এপ্রিল মাসেই জয়েন করার কথা ছিল। কিন্তু সেটা আর হলো না।
০৫:১৩ পিএম, ২৫ মার্চ ২০২২ শুক্রবার