শিল্পপতি করিম উদ্দিন ভরসার খোঁজ চায় সন্তানরা!
রংপুরের শিল্পপতি ও সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন ভরসাকে নিয়ে এই গুঞ্জন ক্রমেই ঘনীভূত হচ্ছে। তার দুই ছেলে আটকে রেখেছেন, এমন অভিযোগ তুলে আদালতে দারস্থ হয়েছেন তারই অন্য ৯ সন্তান। এরপর করিম উদ্দিনের সঙ্গে সন্তানদের সাক্ষাতের সুযোগ করে দিতে হাইকোর্ট নির্দেশ দিলেও মানেনি অভিযুক্তরা। তিনি ছিলেন সফল ব্যবসায়ী ও তিনবারের সংসদ সদস্য। রংপুর-৪ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির এই নেতা বেঁচে আছেন, না মারা গেছেন, তা নিয়ে সন্দিহান তারই ৯ সন্তান।
০১:০৭ পিএম, ২৩ এপ্রিল ২০২২ শনিবার