সিন্ডিকেটের বিপক্ষে এবার মালয়েশিয়ায় সংবাদ সম্মেলন
শ্রমিক সঙ্কট থেকে মুক্তি পেতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে সিন্ডিকেটের বিপক্ষে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করলেন মালয়েশিয়ার `সি` লাইসেন্সধারী এজেন্সিগুলোর সংগঠন পাপসমা। দেশটির রাজধানী কুয়ালালামপুরের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সোমবার (৬ জুন) এক সংবাদ সম্মেলনে শ্রমিকদের স্বার্থে, কর্মী নিয়োগে কোন সিন্ডেকেটকে অনুমতি না দেয়ার দাবি জানান সংগঠনটির সভাপতি দাতো মেগাত ফাইরোজ জুনাইদি বিন তানশ্রী মেগাত জুনিদ।
০৮:১৬ এএম, ৭ জুন ২০২২ মঙ্গলবার