সুলতান’স ডাইনের রান্নায় প্রতিদিন ২৫ কেজি খাসির মাংসে গড়মিল!
সুলতান’স ডাইনের খাসির মাংস কিনায় বড় ধরনের গরমিল পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির গুলশান শাখার ম্যানেজার প্রতিদিন ১৫০ কেজি মাংস রান্নার করার কথা জানালেও কাপ্তান বাজারের মাংস বিক্রেতা জানিয়েছেন প্রতিদিন ১২৫ কেজি মাংস সুলতান’স ডাইনের কাছে তারা বিক্রি করে। এনিয়ে ভোক্তা অধিকার কর্মকর্তারা সুলতান’স ডাইনের মাংস ক্রয়ের রশিদ চাইলেও তারা সঠিক হিসাব দেখা পারেনি।
০৭:৪২ পিএম, ৯ মার্চ ২০২৩ বৃহস্পতিবার