স্পারসোতে সাইবার হামলা; দাবি হ্যাকারের, স্পারসোর অস্বীকার
“টিম নেটওয়ার্ক নাইন” নামের একটি হ্যাকটিভিস্ট গ্রুপ “বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অরগানাইজেশন (স্পারসো)তে সাইবার হামলার দাবি করেছে। গ্রুপটির দাবি, ১ ডিসেম্বর এই হামলার ফলে স্পারসোর ওয়েব সাইট ১ ঘন্টার জন্য ডাউন হয়ে যায়।
১১:৪৩ এএম, ৬ ডিসেম্বর ২০২৩ বুধবার