হ্যাকারের টার্গেট এবার দেশের গণমাধ্যম
হ্যাকাররা এবার দেশের গণমাধ্যমকে হ্যাকিংয়ের টার্গেট করে পোস্ট দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে সরকারের সাইবার ইস্যু দেখভালকারী প্রতিষ্ঠান বিজিডি ই-গভ সার্টের গোয়েন্দা সূত্র। হ্যাকার গ্রুপ পোস্টে লিখেছে, “আমরা শুধু ওয়েব সাইটেই আক্রমণ করবো না, আপনাদের টিভি চ্যানেল ব্রডকাস্টের নিরাপত্তা এবং অন্যান্য আইওটি ডিভাইসের নিরাপত্তা বাড়ান”।
০৭:৫০ পিএম, ৫ আগস্ট ২০২৩ শনিবার