• NEWS PORTAL

  • বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

লাল শাপলা মুগ্ধতা ছড়াচ্ছে সিলেটের জৈন্তাপুরের ডিবির হাওরে

দিপু সিদ্দিকী, সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০৯:১৫, ১২ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
লাল শাপলা মুগ্ধতা ছড়াচ্ছে সিলেটের জৈন্তাপুরের ডিবির হাওরে

ছবি: সংগৃহীত

লাল শাপলা মুগ্ধতা ছড়াচ্ছে সিলেটের জৈন্তাপুরের ডিবির হাওরে। পর্যটকদের নতুন আকর্ষণের কেন্দ্র এ হাওর। নৌকায় বিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন তারা। 

ভারত সীমান্তঘেঁষা সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর। প্রাকৃতিক সৌন্দর্যের দৃষ্টিনন্দন এক জায়গা। সেই সৌন্দর্য বাড়িয়েছে বিলের লাল শাপলা। 

ভোরের আলো ফোটার সাথে সাথেই বিলটি যেন প্রাণ পায়। লাল শাপলার সৌন্দর্য উপভোগ করতে আসেন হাজারো পর্যটক। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবদের নিয়ে ঘুরে বেড়ান নৌকায়।

তবে, এখানে টয়লেটসহ মৌলিক সুবিধা না থাকায় বিপাকে পড়েন ভ্রমণপিপাসুরা। নেই স্থায়ী ট্যুরিস্ট পুলিশ ক্যাম্প। নিরাপত্তার দায়িত্বে আছে জাফলং থেকে আসা ট্যুরিস্ট পুলিশ সদস্যরা।  

প্রাকৃতিক সৌন্দর্যের সম্ভাবনাময় এ বিলটির উন্নয়নে সরকারি উদ্যোগ চায় স্থানীয়রা।

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2