সিটি হলিডেজ-এর শুভ উদ্বোধন

বাংলাদেশের ভ্রমণ শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিটি হলিডেজ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় এই নতুন উদ্যোগটি উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি, মিডিয়া প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
গত ছয় বছর ধরে, সিটি ট্রাভেলস সিলেটের ভ্রমণ শিল্পে বিশ্বাস, নির্ভরযোগ্যতা ও গ্রাহক সন্তুষ্টির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এবার ঢাকায় সিটি হলিডেজ চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটি তার সেবার পরিসর আরও বিস্তৃত করলো।
উদ্বোধনী বক্তব্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, সিটি হলিডেজ শুধু একটি ট্রাভেল এজেন্সি নয়, এটি একটি প্রতিশ্রুতি—যেখানে গ্রাহকদের ভ্রমণের স্বপ্নগুলোকে অবিস্মরণীয় বাস্তবতায় রূপ দেওয়া হবে।
সিটি হলিডেজ নিম্নলিখিত সেবাগুলোর মাধ্যমে গ্রাহক-সন্তুষ্টি ও বিশ্বমানের সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ:
ঝামেলামুক্ত ও কাস্টমাইজড ভ্রমণ অভিজ্ঞতা
বিশ্বমানের গ্রাহক পরিষেবা ও পেশাদার পরামর্শ
সাশ্রয়ী মূল্য এবং সর্বোত্তম ট্রাভেল সল্যুশন
বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করা
এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি তার ভবিষ্যৎ পরিকল্পনার দিকেও আলোকপাত করে। সিটি হলিডেজের লক্ষ্য বাংলাদেশের ভ্রমণ শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করা অ আন্তর্জাতিক মানের পরিষেবা প্রদান করা।
অনুষ্ঠানে উপস্থিত মিডিয়া প্রতিনিধি ও অতিথিদের ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানটি বলে, ‘আপনাদের সহযোগিতা ও সমর্থন আমাদের ভবিষ্যৎ যাত্রার পথে অনুপ্রেরণা জোগাবে। আমরা সবার জন্য সহজ, নিরাপদ, এবং স্মরণীয় ভ্রমণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
উদ্বোধনের মাধ্যমে সিটি হলিডেজ তার সেবার মান, গ্রাহক অভিজ্ঞতা এবং নতুনত্বের ওপর গুরুত্বারোপ করে একটি নতুন যাত্রা শুরু করলো। সিটি হলিডে উদ্বোধন করেন, প্রতিষ্ঠানের সিইও সাইফুল ইসলাম জাকির, সাথে ছিলেন তার মা সালেহা খাতুন।
বিভি/এসজি
মন্তব্য করুন: