• NEWS PORTAL

  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রথমবারের মতো অন্নপূর্ণার চূড়ায় উড়লো বাংলাদেশের পতাকা

প্রকাশিত: ১৪:৩৬, ৭ এপ্রিল ২০২৫

আপডেট: ১৪:৪৭, ৭ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
প্রথমবারের মতো অন্নপূর্ণার চূড়ায় উড়লো বাংলাদেশের পতাকা

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো লাল সবুজের পতাকা উড়লো মাউন্ট অন্নপূর্ণার চূড়ায়। বাংলাদেশি এভারেস্টজয়ী পর্ববতারোহী ড. বাবর আলী মাউন্ট অন্নপূর্ণা জয় করেছেন। 

সোমবার (৭ এপ্রিল) ভার্টিক্যাল ড্রিমার্স তাদের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান। 

ফেসবুক পোস্টে লেখা হয়, অপেক্ষার অবসান! আবারো ইতিহাস! লাখো শুভাকাঙ্ক্ষীর প্রার্থনার উত্তর দিয়েছেন স্রষ্টা। প্রকৃতিমাতা বিমুখ হননি। বঙ্গ সন্তান বাবরকে ক্ষণিকের জন্য নিজের চূড়ায় দাঁড়াতে দিয়েছে অন্নপূর্ণা। বিশ্বের দশম শীর্ষ এবং অন্যতম কঠিন পর্বত ২৬,৫৪৫ ফুট উচ্চতার অন্নপূর্ণা-১ এর শীর্ষে প্রথমবার উড়লো আমাদের লাল-সবুজের পতাকা। খানিক আগে আউটফিটার কোম্পানির সত্ত্বাধিকারী আমাদের এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া আরোও জানা গেছে যে বাবর ইতোমধ্যে সুস্থাবস্থায় ক্যাম্প-৩ এ নেমে এসেছেত।

আরও লেখা হয়, যুদ্ধ এখানেই শেষ নয়। বাবরকে আজ নেমে আসতে হবে ক্যাম্প-২ এর নিরাপত্তায়। আর আগামীকাল নামতে হবে বেসক্যাম্পে। আর জানেনই তো চড়ার চেয়ে নামা অধিক ঝুঁকির। ওই বিপদ সংকুল এলাকাতে যোগাযোগ সম্ভব নয়। তাই শীর্ষের ছবি ও ভিডিও প্রাপ্তি আপাতত সম্ভব নয়। তাই বাবরের নিরাপদ অবতরণের জন্য চলুক প্রার্থনা। এরপরই হবে উৎসব।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2