• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাজেকে তাবুতেই শেষ ভরসা পর্যটকদের

প্রকাশিত: ১৮:৫৪, ১৭ মার্চ ২০২২

আপডেট: ২০:৪৯, ১৭ মার্চ ২০২২

ফন্ট সাইজ
সাজেকে তাবুতেই শেষ ভরসা পর্যটকদের

টানা তিনদিনের ছুটিতে রাঙ্গামাটির সাজেক পর্যটন এলাকায় উপচে পড়া ভীড় পর্যটকদের। ইতোমধ্যে শতাধিক রিসোর্ট ও কটেজ অগ্রিম বুকিং হয়ে যাওয়ায়, বিপাকে পড়েছেন শত শত পর্যটক। মিলছে না হোটেলের রুম। অনেকে বাধ্য হয়ে থাকছেন তাবু টাঙিয়ে।

স্থানীয়রা বলছেন, স্বাভাবিকভাবে বছরব্যাপী প্রতি শুক্র ও শনিবার সাজেকে পর্যটকদের ভিড় লেগেই থাকতো। তবে ১৭, ১৮ ও ১৯ মার্চ ছুটি থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে দলে দলে ভ্রমণ পিপাসুরা এসে ভিড় করেছেন সাজেকে। যে কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন:

পর্যটকদের অভিযোগ, হোটেল না পেয়ে ভাড়া করা তাবুতে রাতে থাকতে হচ্ছে তাদের। এছাড়া খাবার ও পানির জন্যে গুণতে হচ্ছে বাড়তি টাকাও। 

হোটেল ও রিসোর্ট মালিকরা বলছেন, বর্তমানে ধারণক্ষমতা থেকে পাঁচ গুণ বেশি পর্যটক রয়েছেন এখানে। তাই এখন চাপ সামলানো কঠিন।  

সেনাবাহিনীর বাঘাইহাট সিক্স বেঙ্গল জোন কমান্ডার লেফটেনেন্ট কর্নেল মুনতাসীর রহমান জানিয়েছেন, পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তার জন্য সেনা টহল বাড়ানো হয়েছে। 

বিভি/এসএইচ/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2