• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঈদের টানা ছুটিতে খাগড়াছড়িতে রেকর্ড পরিমাণ পর্যটক

এইচ এম প্রফুল্ল,খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৮, ৫ মে ২০২২

আপডেট: ১১:০২, ৫ মে ২০২২

ফন্ট সাইজ
ঈদের টানা ছুটিতে খাগড়াছড়িতে রেকর্ড পরিমাণ পর্যটক

ঈদ উল ফিতরের টানা ছুটিতে খাগড়াছড়িতে বিপুল পরিমাণ পর্যটক এসেছেন। প্রাকৃতিক সৌর্ন্দয্য ও ঝর্ণার শীতল জলে গা ভাসাতে পাহাড়ি কন্যা খাগড়াছড়িতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন হাজারো সৌন্দর্য্য পিপাসু পর্যটক। আগামী ৯ মে পর্যন্ত পর্যটকদের এ স্রোত থাকবে বলে জানিয়েছেন হোটেল-মোটেল ব্যবসায়ীরা।

খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র, আলুটিলা গুহা, জেলা পরিষদ পার্ক, রিছাং ঝর্ণা, মায়াবিনী লেকসহ প্রতিটি পর্যটন স্পট এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। করোনা মহামারির কারণে টানা দুই বছর পর ঘুরতে আসতে পেরে ভ্রমণ পিপাসুরা যেমন খুশি তেমনি ক্ষতি কাটিয়ে উঠতে পারবে এমন আশা করছেন পর্যটন নির্ভর ব্যবসায়ীরা।

প্রতিটা স্পটে রয়েছে এরকম উপচেপড়া ভিড়।

খাগড়াছড়ি পার্বত্য জেলার সর্বত্র ছড়িয়ে রয়েছে নয়নাভিরাম নানান দৃশ্য, বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা, সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রকৃতির নজরকাড়া হাজারো চিত্র। চারপাশে বিছিয়ে রাখা শুভ্র মেঘের চাদরের নীচে রয়েছে সবুজ বনরাজিতে ঘেরা ঢেউ খেলানো অসংখ্য ছোট-বড় পাহাড়। তার মাঝ দিয়ে চলে গেছে আঁকা-বাঁকা সড়ক। 

প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে াখগড়াছড়িতে আসা পর্যটকদের থাকার-খাওয়ার রয়েছে বহু হোটেল- রেস্টুরেন্ট। 

খাগড়াছড়ি হোটেল মালিক সমিতির সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া বলেন, দুই বছর পর খাগড়াছড়িতে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটেছে। এ ধারা আব্যাহত থাকলে দুই বছরের ক্ষতি কাটিয়ে উঠতে পারবো।

দুই বছর পর এরকম জনস্রোত দেখে খুশির ঝিলিক বয়ে যাচ্ছে পর্যটন নির্ভর ব্যবসায়ীদের চোখে-মুখে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আব্দুল আজিজ বলেন, খাগড়াছড়িতে আসা পর্যটক নিরাপত্তা নিশ্চিত পুলিশ প্রশাসন সব ধরনের পদক্ষেপ নিয়েছে। প্রতিটি পর্যটন স্পটে নিয়োগ করা হয়েছে জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। 
 
পাহাড়, নদী, খাল, ছড়া ও ঝর্ণার ছড়াছড়ি খাগড়াছড়ি। এ  প্রাকৃতিক সৌর্ন্দয্য ও ঝর্ণার শীতল পানিতে গা ভাসাতে আপনাকেও হাতছানি দিয়ে ডাকছে। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2