নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে বাংলা নববর্ষ উদযাপন

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল (এনএইচসিএস) পরিণত হয়েছিল এক রঙিন উৎসবস্থলে। পুরো ক্যাম্পাসজুড়ে ছিল বৈশাখী সাজসজ্জা, হাসি-আনন্দ আর সংস্কৃতির উচ্ছ্বাস। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে নতুন বছরকে বরণ করা হয় এক আনন্দঘন পরিবেশে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় বর্ষবরণ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আনজাম আনসার। উপস্থিত ছিলেন স্কুলের মহাব্যবস্থাপক, শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে জনাব আনসার বলেন: “বাঙালির সংস্কৃতি আমাদের আত্মার গভীরে প্রোথিত। বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্যকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার এক অপূর্ব সুযোগ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সহমর্মিতা, দেশপ্রেম ও সংস্কৃতির প্রতি ভালোবাসা গড়ে তোলে।”
তিনি আয়োজক ও অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন গ্রেডের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত বৈশাখী স্টল। ঐতিহ্যবাহী খাবার, পোশাক ও শিল্পকর্মে সাজানো স্টলগুলোতে ফুটে উঠেছিল বাঙালিয়ানার ছাপ ও সৃজনশীলতা।
দিনব্যাপী চলা এ আয়োজনে শিক্ষার্থীরা পরিবেশন করে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান—লোকজ সংগীত, কবিতা আবৃত্তি এবং নৃত্যের মাধ্যমে তারা তুলে ধরে বাংলার প্রাণবন্ত সংস্কৃতি। প্রতিটি পরিবেশনায় ছিল মাটির গন্ধ, লোকজ ছোঁয়া আর শিল্পমানসিকতার আন্তরিক প্রকাশ।
উৎসব শেষে চারদিকে ছড়িয়ে পড়ে আনন্দ, উচ্ছ্বাস ও গর্ব। বাংলা নববর্ষ ১৪৩২-র এই আয়োজন এনএইচসিএস পরিবারকে এক সূত্রে বেঁধে দিয়েছিল একটি প্রাণবন্ত বৈশাখী মিলনমেলায়, যেখানে অনুরণিত হয়েছিল বাংলা সংস্কৃতির গভীর ভালোবাসা।
বিভি/টিটি
মন্তব্য করুন: