ঠাকুরগাঁওয়ে শীতের সঙ্গে বাড়ছে শিশু রোগীর সংখ্যা

দিন দিন ঠাকুরগাঁওয়ে কমতে শুরু করেছে তাপমাত্রা। ঘর থেকে বের হলেই কনকনে বাতাস যেন শরীরে আঁচড় কাটছে। শীতের সঙ্গে সঙ্গে জেলার হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা। সবচেয়ে বেশি ভুগছে শিশুরা।
চিকিৎসকরা বলছেন, শীতে আবহাওয়া শুষ্ক থাকায় বাতাসে জীবাণুর পরিমাণ বাড়ে।
হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিভিন্ন রোগ। সর্দি,জ্বর,কাশি,নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে এসেছেন অনেকে। বর্তমানে হাসপাতলের ৪৫ শয্যা শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ১৭৫ জন রোগী।
বিভি/রিসি
মন্তব্য করুন: