শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ময়মনসিংহের শেরপুরের ঝিনাইগাতীতে পাঁচশোরও বেশি মানুষকে শীতের কম্বল দেওয়া হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) বিকালে গারো পাহাড়েরর বিভিন্ন শ্রেণি পেশার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব ঝিনাইগাতীর উদ্যোগে উত্তরণ পাবলিক স্কুল মাঠে এই আয়েজন করা হয়।
এসময় আমেরিকা প্রবাসী গবেষক ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় জেলা পুলিশের পক্ষ থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম।
অন্যদিকে শনিবার (১৩ জানুয়ারি) নালিতাবাড়ীতে আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি থেকেও মাদ্রাসার ছাত্র-ছাত্রী, মসজিদের মুয়াজ্জিন ও প্রতিবন্ধীদের মাঝে শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
বিভি/রিসি
মন্তব্য করুন: