• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দুই বিভাগে ভারী বর্ষণের সতর্কবাণী প্রকাশ

প্রকাশিত: ২০:২০, ১৩ জুন ২০২৪

আপডেট: ২০:২২, ১৩ জুন ২০২৪

ফন্ট সাইজ
দুই বিভাগে ভারী বর্ষণের সতর্কবাণী প্রকাশ

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘন্টায় ভারী (৪৪-৮৮ মিমি/ ২৪ ঘন্টা) থেকে অতি ভারী (২৮৯ মিমি। ২৪ ঘন্টা) বর্ষণ হতে পারে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ঢাকা এবং এর আশেপাশে বিকেল থেকে আকাশ অন্ধকার হতে থাকে। অবশেষে পৌনে ৫টার দিকে বিভিন্ন স্থানে ঝুম বৃষ্টি শুরু হয়। ক্ষণে ক্ষণে মেঘের গর্জনের মধ্যে তুমুল বৃষ্টিপাত হয়।

উল্লেখ্য, রাজধানীতে গত কয়েকদিন ধরে তাপমাত্রা কম থাকলেও আদ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমে জনজীবন ছিল অস্বস্তিতে। এ অবস্থায় তিনদিন পর আবারও স্বস্তির বৃষ্টির দেখা মিললো। এর আগে সবশেষ গত রবিবার হালকা বৃষ্টি হয়েছিল। আগামী ১৫ জুন শুরু হবে বর্ষার প্রথম মাস আষাঢ়।‌ তার আগেই দেখা মিললো বৃষ্টির। এরই মধ্যে মৌসুমি বায়ুর প্রভাবে বিভিন্ন স্থানে বৃষ্টিও হচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2