• NEWS PORTAL

  • বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

দূষণ তালিকার ওপরের সারিতেই মেগাসিটি ঢাকা, অবস্থান শীর্ষে

প্রকাশিত: ১০:১২, ১৬ জানুয়ারি ২০২৫

আপডেট: ১০:১২, ১৬ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
দূষণ তালিকার ওপরের সারিতেই মেগাসিটি ঢাকা, অবস্থান শীর্ষে

ছবি: ডয়েচে ভ্যালে

দূষণ তালিকার প্রথম সারি থেকে বাদ দেওয়া যাচ্ছে না মেগাসিটি ঢাকাকে। আজও অবস্থান শীর্ষে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা ৬ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। 

আইকিউিএয়ারের তালিকা অনুযায়ী ঢাকার বায়ুর মানের স্কোর ২৫৬। দ্বিতীয় অবস্থানে থাকা কঙ্গোর কিংশাসার বায়ুর মানের স্কোর হচ্ছে ২৩৭। তালিকায় তৃতীয় পাকিস্তানের করাচির স্কোর ২৩৩। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে উজবেকিস্তানের টাসকেন্ট ও ভারতের দিল্লি যার স্কোর ২০৩ ও ১৯৩।

উল্লেখ্য যে, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2