• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কেমন থাকবে আজকের আবহাওয়া?

প্রকাশিত: ০৯:৪২, ৪ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
কেমন থাকবে আজকের আবহাওয়া?

ফাইল ছবি

ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আকাশ অস্থায়ীভাবে আংশিকভাবে মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৮৩ শতাংশ।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। 

বিভি/এসজি

মন্তব্য করুন: