• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

১৫৫ স্কোর নিয়ে তৃতীয় দূষিত বায়ুর শহর ঢাকা

প্রকাশিত: ১০:৫০, ১৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
১৫৫ স্কোর নিয়ে তৃতীয় দূষিত বায়ুর শহর ঢাকা

বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার ৩০ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ১৫৫ স্কোর। 

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, স্কোর ১৬৪ নিয়ে প্রথম স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। ১৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি। এছাড়াও, ১৫৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মিশরের কায়রো এবং পঞ্চম স্থানে ১৪০ স্কোর নিয়ে আছে ভারতের কলকাতা।

উল্লেখ্য, বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। স্কোর ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর', ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে 'খুব অস্বাস্থ্যকর' বলা হয়, ৩০১ এর ওপরে একিউআই স্কোরকে ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2