• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

প্রকাশিত: ১৮:৫১, ১৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

ছবি: সংগৃহীত

দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বৃষ্টির আভাসও দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (১৯ এপ্রিল) সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত সতর্কবার্তায়  জানানো হয় এমন তথ্য।

সতর্কবার্তায় বলা হয়, সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের ওপর দিয়ে ঝড়-বৃষ্টি প্রবাহিত হবার শঙ্কা রয়েছে। অঞ্চলগুলো হলো: ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও কক্সবাজার।

আরও বলা হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে এই ঝড়। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ৯ অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো মোংলা ও খেপুপাড়ায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে, তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৯ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2