৩৬ ডিগ্রিতে উঠেছে তাপমাত্রা, বাড়বে আরও

প্রতীকী ছবি
বেড়েই চলেছে তাপমাত্রা। শুরু হয়েছে অসহ্য গরম। তাপামাত্রা উঠেছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এরই মধ্যে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিনে আরও বাড়বে তাপমাত্রা।
সোমবার (১৪ মার্চ) সকালে দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী ৩ দিনে আরও বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা।
পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানিয়ে পূর্বাভাসে আরও বলা হয়, আগামীকাল সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
রবিবার (১৩ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে ৩৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় বলেও জানানো হয় আবহাওয়া বার্তায়।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৯ মিনিটে হবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
বিভি/কেএস
মন্তব্য করুন: