• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গভীর নিম্নচাপে রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় অশনি, রয়েছে বৃষ্টির আভাস

প্রকাশিত: ০৭:২৭, ২২ মার্চ ২০২২

ফন্ট সাইজ
গভীর নিম্নচাপে রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় অশনি, রয়েছে বৃষ্টির আভাস

ঘূর্ণিঝড় আশানির বর্তমান অবস্থান। ছবিঃ উইন্ডি.কম

কয়েকদিন ধরে উপকূলে চোখ রাঙাচ্ছিল ঘূর্ণিঝড় অশনি। উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছিল। তবে ধীরে ধীরে আরও উত্তরে সরে যাওয়ায় ঝড়টি বাংলাদেশে প্রবেশের আশঙ্কা ক্ষীণ হয়ে এসেছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সোমবার রাতে আবহাওয়াবার্তায় জানানো হয়, নিম্নচাপটি মঙ্গলবার (২২ মার্চ) সকালের পরই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে বাংলাদেশে এর আঘাত হানার শঙ্কা কম। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর প্রভাবে আগামী ২৪ তারিখের দিকে বৃষ্টির আভাস রয়েছে। তবে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটে সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। ‌

সোমবার আবহাওয়ার ৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে  ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১০৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। 

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ  ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে  বিচরণ না করতে বলা হয়েছে। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2