আগামী ২৪ ঘণ্টায় শিলাবৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

দেশে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি/বজ্রসহ বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (২৪ মার্চ) আবহাওয়া অফিসের পূর্বাভাসে এই তথ্য জানা গেছে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এর প্রভাবে কুমিল্লা ও ঢাকা অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
ঢাকা আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৭.৮ ডিগ্রি ও সর্বনিম্ন ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস।
বিভি/এইচএস
মন্তব্য করুন: