২৯ পয়েন্টে বেড়েছে নদীর পানি, ২ পয়েন্টে ছাড়িয়েছে বিপদসীমা

প্রতীকী ছবি
দেশের বিভিন্ন স্থানে ও ভারতের উজানে চলছে ভারী বৃষ্টিপাত। অতিবৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ী ঢলে গত ২৪ ঘণ্টায় বিপদসীমা ছাড়িয়েছে হাওর অঞ্চলের নদী সারিগোয়াইনের দুটি পয়েন্টের পানি। অন্য নদীগুলোর পানিও বৃদ্ধি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
মঙ্গলবার (৫ মার্চ) সকালে দেওয়া দৈনিক বুলেটিনে এই তথ্য জানায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণকারী সরকারি সংস্থাটি।
বুলেটিনে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আজ সকাল ৯টা পর্যন্ত তাদের পর্যবেক্ষণাধীন নদনদীর ৩৯টি পয়েন্টের মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৯টিতে পানি বেড়েছে। কমেছে মাত্র ৯টি পয়েন্টে। এই সময়ে বিপদসীমা ছাড়িয়েছে ২টি পয়েন্টের পানি একটি পয়েন্ট ছিলো অপরিবর্তিত।
ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে জানিয়ে বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গোয়াইনঘাটে ১০১ ও সারিঘাটে ১১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পানি প্রবাহ বাড়ায় সারিগোইন নদীর পানি গোয়াইনঘাট পয়েন্টে বিপদসীমার ১০৫ সেন্টিমিটার ও সারিঘাট পয়েন্টে ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় সিলেটের জাফলংয়ে ৭৯ এবং লরেরগড়ে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। একই সময়ে উজানে ভারতের চেরাপুঞ্জিতে ৪৩৪ মিলিমিটার, গ্যাংটকে ৩০, দিব্রুগড়ে ৭৫, তেজপুরে ২৩, পাসিঘাটে ৪৩ ও গোয়ালপাড়ায় ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলেও বুলেটিনে জানানো হয়।
নদনদীর বর্তমান অবস্থা তুলে ধরে পূর্বাভাসে বলা হয়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রধান নদ-নদীগুলোর পানি সমতল স্থিতিশীল আছে। অপরদিকে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার প্রধান নদ-নদীসমূহের পানি সমতল বাড়ছে।
বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম ও মেঘালয় প্রদেশের স্থানসমূহে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রধান নদনদীসমূহের পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে এবং কতিপয় পয়েন্টে বিপদসীমার কাছাকাছি অবস্থান করতে পারে বলেও জানানো হয় পূর্বাভাসে।
বিভি/কেএস
মন্তব্য করুন: