রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়বে

প্রতীকী ছবি
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (৮ এপ্রিল) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে বৃহস্পতিবারের (৭ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে।
পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬.৮ ডিগ্রী সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.১ ডিগ্রী সেলসিয়াস, ময়মনসিংহে ৩৫.৫ ডিগ্রী, চট্টগ্রামে ৩২.৮ ডিগ্রী, সিলেটে ৩৩.৬ ডিগ্রী, রংপুরে ৩০.৫, খুলনায় ৩৪.২ ডিগ্রী এবং বরিশালে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা রংপুরের রাজারহাটে রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে, সূর্যোদয় ভোর ৫টা ৪৪ মিনিটে হবে বলেও জানানো হয় আবহাওয়া বার্তায়।
বিভি/কেএস
মন্তব্য করুন: