৬ বিভাগে ঝড়ের সঙ্গে বজ্র ও শিলাবৃষ্টির পূর্বাভাস

প্রতীকী ছবি
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বুধবার (১৩ এপ্রিল) সকালে দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা জানানো হয়। একইসঙ্গে ওইসব এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।
পূর্বাভাসে আরও বলা হয়, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়।
আরও পড়ুন:
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং নিকলিতে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এসময় রংপুরের রাজারহাটে সর্বোচ্চ ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলেও জানানো হয় আবহাওয়া বার্তায়।
আজ ঢাকায় সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে সূর্যাস্ত এবং আগামীকাল ভোর ৫টা ৩৯ মিনিটে সূর্যোদয় হবে।
বিভি/কেএস
মন্তব্য করুন: