বিজলী ও শিলাসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস

প্রতীকী ছবি
আবহাওয়া অফিস জানিয়েছে, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
শনিবার (২৩ এপ্রিল) সকালে দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আগামী ২৪ ঘণ্টায় দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৩ দিনের মধ্যে বৃষ্টিপাত প্রবনতা কমে আসবে বলেও জানানো আবহাওয়ার পূর্বাভাসে।
আরও পড়ুন:
পূর্বাভাসে আরও জানানো হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
শুক্রবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে ২০.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এদিন দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত মাইজদীকোর্টে ৪৫ মিলিমিটার রেকর্ড হয়েছে বলেও জানানো হয় আবহাওয়ার বুলেটিনে।
বিভি/কেএস
মন্তব্য করুন: