• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

১৯ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত

প্রকাশিত: ১২:২৩, ১২ অক্টোবর ২০২২

আপডেট: ১৮:০৩, ১২ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
১৯ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত

আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকাসহ ১৯টি জেলার উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। যে কোনো ঝুঁকি এড়াতে এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতেও বলেছে তারা।

বুধবার (১২ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্ক কেন্দ্রের বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। জেলাগুলো হলো- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট।

আরও পড়ুন: ‘আসছে ঘূর্ণিঝড়, হতে পারে আম্পানের মতো শক্তিশালী’

এদিকে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল পর্যন্ত আগামী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বির্স্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে বলেও জানানো হয় পূর্বাভাসে। 

আরও পড়ুন: সন্তানদের বিয়ে নিয়ে যারা চিন্তিত তাদেরকে পরামর্শ দিলেন আসিফ

পূর্বাভাসে আরাও বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৩ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবনতা কমে আসবে বলেও জানানো হয়।

বুলেটিনে গত ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে বলা হয়, মঙ্গলবার (১১ অক্টোবর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা, রাজশাহী ও ভোলায় ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট এবং ইশ্বরদিতে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ১০৯ মিলিমিটার।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে এবং কাল সূর্যোদয় ৫টা ৫৫মিনিটে হবে বলেও জানানো হয় আবহাওয়া বার্তায়।

আরও পড়ুন: ‘সৌদি আরবকে পরিণতি ভোগ করতে হবে’

বিভি/কেএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2