‘এখন সুন্দরবন-কুয়াকাটার ওপর দিয়ে যাচ্ছে সিত্রাং’

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'সিত্রাং'- এর প্রভাবে সকাল থেকে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। আবহাওয়া চিত্র বলছে, ঘূর্ণিঝড় এখন সুন্দরবন ও কুয়াকাটা অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক দুর্যোগ গবেষক ড. বিশ্বজিৎ নাথ বলেন, মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ৭টায় রাজধানীর উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
'সিত্রাং'- এর প্রভাবে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। পটুয়াখালীর নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা বেড়েছে। মোংলা ও পায়রাবন্দরে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে কক্সবাজার সমুদ্রবন্দরে চলছে ৬ নম্বর বিপৎসংকেত।
এমন পরিস্থিতিতে সন্ধ্যা থেকে দেশের উপকূলীয় অঞ্চলের ৩ বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আবহাওয়ার পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে কক্সবাজার, চট্টগ্রাম ও বরিশাল বিমানবন্দর।
আরও পড়ুন: ঝড়ে ভেসে এলো জনশূন্য বিদেশি জাহাজ, রয়েছে কোটি টাকার সম্পদ
বিভি/টিটি
মন্তব্য করুন: