• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তিন কারণে ভয়ঙ্কর হয়ে উঠছে ঘূর্ণিঝড় সিত্রাং

প্রকাশিত: ২১:১৬, ২৪ অক্টোবর ২০২২

আপডেট: ২২:৪২, ২৪ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
তিন কারণে ভয়ঙ্কর হয়ে উঠছে ঘূর্ণিঝড় সিত্রাং

বাংলাদেশ উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় সিত্রাং। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর থেকে উপকূলে এসেছে। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পরই শক্তি দেখাতে শুরু করে সিত্রাং। এর প্রভাবে উপকূলে স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হচ্ছে।

গভীর নিম্নচাপের বর্ধিতাংশের পাশাপাশি অমাবশ্য তিথি ও বায়ুচাপ পার্থক্যের কারণে উত্তাল রয়েছে সাগর। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী গভীর নিম্নচাপের বর্ধিতাংশ অর্থাৎ সিত্রাং এর অগ্রভাগ এবং অমাবস্যা তিথি ও বায়ুচাপ পার্থক্যের আধিক্য এই তিন কারণে শক্তি পাচ্ছে সিত্রাং। ৯০-৯৫ কি.মি গতিতে আছড়ে পড়ছে ঝড়টি।

দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ। মঙ্গলবার ভোর নাগাদ ঘূর্ণিঝড়ের কেন্দ্র উপকূল অতিক্রম করতে পারে। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৪ অক্টোবর) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ অতিক্রম করতে ৫ থেকে ৬ ঘণ্টা সময় লাগবে।

বাংলাভিশনকে এই তথ্য জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক দুর্যোগ গবেষক ড. বিশ্বজিৎ নাথ বলেন, বরিশাল ও চট্টগ্রাম উপকূলের মাঝামাঝি ভোলার কাছ দিয়ে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় সিত্রাং। সন্ধ্যার পর ঘূর্ণিঝড়টির চোখ উপকূলে প্রবেশ করে। 

সিত্রাংয়ের প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোতে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে, হচ্ছে প্রচুর বৃষ্টি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল এই ১৩ জেলায় ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি। এরমধ্যে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে আছে বরগুনা এবং পটুয়াখালী।

এদিকে ঘূর্ণিঝরের ক্ষয়ক্ষতি থেকে মানুষকে সতর্ক এবং নিরাপদ রাখতে উপকূলীয় এলাকায় মাইকিং করছে সিপিপি সদস্যরা। সিত্রাংয়ের প্রভাবে নদনদীতে পানি বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ছুটতে দেখা গেছে।

আরও পড়ুন: সিত্রাং: রাজধানীতে বৃষ্টি কমতে পারে যেদিন

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2